ঘুড়িটা ছিল মাথার পরে...
কবে সে গজ-ক’য়েক সুতো নিলো  টেনে
সময়ের লাটাই থেকে !


কনক্রিটের জঙ্গলে যে সবুজ বাগান  
সেটাই শহরের প্রাণ কেন্দ্র; তার অশ্বত্থ-বট-তলে
আজ যে জন-সমাগম...


ছায়া কতটা নিবিড় হলে মায়া-ডাক ছাড়ে মহীরুহ-
পথিক তা বোঝে...


বাগানের ওপাশে, শত-বর্ষ-আগের এক  শহীদের ষ্ট্যাচু;
তার পদ-তলে দূরান্ত থেকে আগত মানুষ ;
বাতাসে ভাসছে-  বাগানটি এককালে বিপ্লবীদের গোপন সভা-স্থল;
আজ গ্রাস করছে জমি-হাঙ্গর...


বিষয়ের গুরুত্ব বুঝলে চুল-চেরা হিসেব...
ফল কোন উচ্চতায় গেলে
          খবর-শিরোনামে
                 শাখা-লতা


কথার ভণিতা ছেড়ে দিলে
মূল-কথা-


জন-সমাগম কি কোন ইঙ্গিত বহন করে?


(রচনাকালঃ ২৮-০৮-২০১৭ ।)






.