ঠিক, শূন্য থেকেই শুরু...


শূন্য দিয়ে কিছু হয় না
তা একেবারে হাড়ে-হাড়ে জানা ।
ঘর বাঁধতে দড়ি
আর কড়ি থাকলেই করি ...


এই মহাশূন্য-মাঝে কাজ কি আর কম?
এই করি করি করেই বয়েস প্রায় দুই-কুড়ি;
কথা আগে বাড়ে নি...


সাত নম্বর গলির শেষে
আড়াই সেণ্ট জমি কিনে নির্মাণ-
শেষ হ’ল গত চৈত্রে...


কথাটা এগোল- হালে;
তাও-
পাঁকা-কথার শেষে  
পাত্রী জানালে-


শুধু
টয়লেটটাই থেকে গেছে কাঁচা...



(রচনাকালঃ ২০-০১-২০১৮।)





.