.            (গীতি কবিতা )


         তারে ছাড়ালে না-ছাড়ে ;
          কত করে বলেছি তারে-
         যাও-  যাও-  যাও ছেড়ে ;
          তবু যায় না সে ছেড়ে ।


  মুক্ত ছিলো দুয়ার আমার কোন ক্ষণে-
     চুপি চুপি সে এসেছে মোর মনে ।


           আজি যত বলি তারে-
         যাও- যাও-  যাও ছেড়ে ;
           তবু যায় না সে ছেড়ে ।
          আঁখি পরে আঁখি রেখে,
                শুধু সে হাসে-
           এমনি লক্ষ্মীছাড়া সে !
          তারে ছাড়ালে না-ছাড়ে ।