মোর হৃদি-মাঝে আছো হে বঁধু- আমি তো
কভু,  খুঁজে পাই ; কভু  শুনি-  নাই! নাই!
ধরা   দিতে  চাও  যবে  ছুটি   আমি  শত
কাজে । তোমারে ভুলিয়া আমি কী যে ছাই
খুঁজিয়া  বেড়াই !  তুমি  যে  আমার  বুকে
লুকিয়ে  থাকি, যাচো  মোরে দিবা-নিশি !
অলখে  হারিয়ে  যবে, আমি কাঁদি শোকে
চমকি  আসিয়া  কাছে, কহ-  ভালোবাসি!
  
তোমারে  আমি  দেখি তো মনো-মনিটরে;
তুমি    রয়েছো   আমার   মিলন-বিরহে ।
কখনও   শূন্য   প্রাণে-  একাকী   সায়রে,
কখনও  ভরা-বানে  টানো  মোরে  মোহে।
ঘিরিয়া   আমারে,  কত   শত  মণি-জালে
শূন্য-একে  যে  প্রোগ্রাম  বাঁধো অন্তরালে!


(রচনাকালঃ ০২-০৫-২০১৭ ।)
© পিসিএস ।



_________________
*কাব্য: অচেনা আলোয় ;
গ্রন্থ: তুমি  এলে  বলে ;
কপিরাইটস্ : © ২০২০ পিসিএস।