সেই কথাগুলো উঁঁকি দেয়...   জানি না নীরব কেন
গাঙপারের শ্যামল বাঁশবন; বৃষ্টির ফোঁটা হয়তো
কবে ঝরে গেছে একরাশি; তাইতো আবার ঘুঘুরা ডাকে;
শালিক, দোয়েলের চুলোচুলি কাঁঠালী বটে ;
তার চোখের মতো ডাগর পাতা-  কা'রে দেখে হাসে জানি না
তরুণ রাঙা রোদ আমার শুষ্ক-বিমর্ষ ঠোঁট চুমে যায় ;
জানি না কত দিন আগে- হয়তো বেশ ক'য়েক বছর-
পল্লীর কোন কিশোরীর মুখ ভালোবেসে করেছি ভীষণ ভুল...


ফিঙের পালকের মত যার চুল- নিখুঁত নাসিকা-
চিনে রাখালের দরলা বাঁশী- রাঙা পেয়ারার বুকের মতো ঠোঁট-
নরম কোমল; কলার কুঁড়ির মতো হাত, মধুময় বুক-
কঁচি ধানের মতো হাসি- হেসে দাঁড়িয়ে আছে যেন আজও পুকুর পারে
শালুক ফল সে চায়; প্রেমে মজে, নেমে যাই আমি নিঃস্তব্ধ
শীতল জলে; গোরচনা রূপে ফিরে এসে তার নয়ন কমল চাই...


© পিসিএস ।



   .