বড় ভাল লাগে-  সমুদ্র-তট
আর এ মরশুমী বৃষ্টি ...


সিন্ধু-বক্ষ হতে ওঠে আসা বাষ্প-রাশি
অঝরে ঝরে সৈকত বনানী-পরে...


তোমার সীফন শাড়ীর সবজে মায়া
ক্লান্ত ক্যাসুরিনা বনে ছড়ায় রোমাঞ্চ ;
হাওয়া বয়...


ক্ষণিকের এ জীবন-সফর;
মনে পড়ে কি-  ঠিক কবে থেকে
দু’জনের এ যুগল সমুদ্র-দেখা-
জেটির সেই রেলিং’এ হাত রেখে ?


ভাবতে গিয়ে চোখ ঝাপসা ; ভিজেও যায় চোখ,
তবু ঘনীভূত-বাষ্প গড়ানোর আগে
মুছে দেয় এই সী-ব্রীজ...


পায়ের সিলিকন পরাগ ফেলে
শেষে, হাল্কা মনে ঘরে ফেরা


ভ্রমণ-স্মৃতিতে অম্লান
বাষ্পমোচন ।


(রচনাকালঃ ২০-০৯-২০১৭ ।)
    






.