ভূকম্পনে মাটি কাঁপে ;
মেয়ে হাঁটলে যদি কাঁপে-
             ইজ্জত কী আর থাকে !

কবে খেলেছিলে লুকোচুরি ?  
মাকড়সার জাল যে  লেগে আছে মাথায়...


ঘুরে গেলো প্রেম তোমার উঠোন ;
দেখছো কী- পায়ের তলার মাটি-
                  কাঁপছে  কি না...  


ভূকম্পনটা হয়ে গেছে;  টের পেলে না !
দূরত্বটা কিন্তু তোমারই  তৈরী...

যদিও উপকেন্দ্র  হাজার মাইল দূরে
পাষাণের বুকে এবার
        আছড়ে পড়বে
              সু-না-মি
            
একটু পরেই...


(রচনাকালঃ ১০-০২-২০১৮।)







.