বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ ও সকল কবি বন্ধু-পাঠকের শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে প্রকাশিত হতে চলেছে আমার প্রথম কাব্য গ্রন্থ- ‘তুমি এলে বলে’। প্রকাশনায় BUUKS.COM। বই খানি কিছু দিনের মধ্যেই পাওয়া যাবে আমাজন ডট কম’এ।
উক্ত বই'এর কবিতাগুলোকে পাঠকের আরও কাছে পৌঁছে দিতে সকল কবিবন্ধুদের সহযোগিতা কামনা করি । ভাল থাকুন সুস্থ থাকুন।
পল্লব চৌধুরী ।
.