তেঁতুলের নাকি সুরে ব্যায়ামের কৌশল,
মাঝে মাঝে চেখে দেখি অভিমান ---
কান্নার গন্ধটা জ্যান্ত ।


মাংস  কিনতে যাই কাঁচুলির রোগেতে,
চকমকি পাথরের চেহারায় ;
গণিকা শপথ করে বলছি গো-পারিষদ ---
পুষ্টির নিয়মিত আঁধারে ।


কাছিমের ক্লেশ মেখে গাছে চড়ি যত্ন ,
শোণিতের কর্কটে দিব্যি ;
শষ্যে অঙ্ক কষে - কস্তূরী বেড়াজাল---
কাঁচপোকা সৈন্যের দেওয়ালে ।


কঙ্কালে গিরগিটি , কালমেঘ খুঁজছে,
বণিকের কাক প্রায় সুপ্ত ;
জলজ আঁটি ঢাকা খসড়ায় গুপ্ত
কোষ্ঠী পাথরের পোষ্য ।