কারণ বোধহয় অলক্ষণা , উইএর ইঁদারা
ইন্ধন ঠাসা খিড়কি দিয়ে দরদ-দরবার ।
মহামানব পাপড়ি খুলে প্রাচীন প্রাণায়াম ,  
বেলজিয়ামের মৃতদেহ - রজঃস্বলা গ্রাম ।


রূপক বেণী শয়নাগার , তির্যক সিন্ধুক
সীমন্তিনী মধ্য-জীবন , রেশম-রসায়ন ।
নগ্ন নক্সা নরকঙ্কাল , প্রলেপ পলাতক ,
মহামানব জীবন লেখেন - প্রেমের পুস্তক ।


বয়ঃসন্ধি বর্গাদারের জমক জংশন ,
ঋষি মশায় ঝর্ণা ভরেন কমণ্ডলু কান ।
পর্যাপ্ত পঙ্ক সলিল বিরোধাভাস কাম ;
বিধেয় বীজের বীমা করনে - পরমমানব নাম ।


দূষণ ঠাসা দৃষ্টিভঙ্গি , দেওয়ানী দৃশ্য ;
পিপল প্রিয়া দ্বিচারিণী - তসরিফ তল্লাশ ।
পরমমানব তাগাদা দেন তাবৎ নিয়ামক ,
'আসছে , আসছে' - নিখিল শোনে,  বিরূপতার স্টক ।  


নিতল শূন্য - পূর্ণ কথা নিজাম নিতান্ত ,
যাচ্ছে যাচ্ছে , মায়া কাটুক - বরং বাড়ন্ত।
দুঃখ বরণ , বিশ্বহরণ স্থবির দশমী
পরমমানব ঘুরে দেখেন - মায়ার ঘরামি ।