তুমি যখন তপ্ত আগুন
আমি তখন হিম পাথর ,
দুই পাখীতে দুই মনে ঝড়
দুই বাসনা চারের ঘর ।


তুমি যখন জ্বলছ বিষে
আমি তখন মুনির বেশে ,
তুমি যদি মুখ ফেরালে
আমি ডাকি মায়ায় হেসে ।


মন-মানসী ছেলে খেলা
ভালোবাসার আবছা মেঘে ,
তুমি আমি এক দেউলে
হাতছানি হাত আত্ম-ডাকে ।


বসন্ত ডাক - কোকিল ভাষা
অন্তঃআয়ু সমীর শীতল ,
তুমি যখন লজ্জাবতী
আমি তখন চোখের কাজল ।


লিঙ্গ-বাউল-পাক-পাখালি
আদি রিপুর ছায়ার হাসি ,
তুমি যখন ছল করেছো
আমি তখন মোহন বাঁশি ।


কথার কথা কথার-মনে
জগৎ আসলে মায়ায় চলে ,
তোমার মনের হাত ধরেছি
জগৎ তখন মিথ্যা বলে ।


শ্মশান ছায়া ছাই কালো চুল
বৃষ্টি সবুজ স্নিগ্ধ সকাল ,
বাদুড় মাতাল মৌ কথা ঠোঁট
ঢেউ রবি চোখ ইন্দ্রজাল ।  


এমন প্রেমের নিষিদ্ধ গান
দু-তারা সুর এমন আশা ,
তুমি যখন মান করেছ
আমি কাগজ-নৌকা-ভাষা ।


দিগন্তে কাল কালো কাকের
রাত চলেছে উজান ভোরে ,
তুমি বরফ আলিঙ্গনে
আমার রোদের ঘূর্ণি ঝড়ে ।


আমি তখন তপ্ত আগুন
তুমি তখন হিম পাথর ,
দুই পাখীতে এক নির্ভর
এক বাসনা - একের ঘর ।