( বন্ধনীতে কবিতার নাম)


১। ( আরশি )
অজস্র চুম্বনে সাইকোলজি সন্ধান করে নিশ্বাস ও বিশ্বাস ।


২। ( উত্থান )
উত্থান হল পতনের নৈতিক দুর্নাম ।


৩। ( পুনঃ প্রস্তুতি)
অবর্তমানের মর্তমান ঘোটকী ভাগশেষ ।


৮। ( নিষেধাজ্ঞা )
যেমন করেই করেই চন্দ্র দেখনা কেন , জ্যোৎস্না দেখা বারণ ।


৫। ( ভবিষ্য)
আলোক ঋষি যন্ত্র-বেশী মনুষ্য ।


৬। ( তুরঙ্গম )
ভালোবাসা কাছে আসা সাইক্লোন নিশি চেহারায় ।


৭। ( উপলব্ধি )
হিসাব-শাস্ত্র বলছে আমি অমানুষ ।


৮। ( সমবেদনা)
সান্ধ্য-কালীন গার্হস্থ জীবনের নাম সমবেদনা ।


৯। ( ইচ্ছা-ঘৃত)
শমিবৃক্ষ হব যদি শুদ্ধ করো আলিঙ্গনে ।


১০। ( বিনাশ )
ধন্যবাদ জানায় নব সম্ভাবনা ।


১১। ( কাঁঠালের আঠা )
একপক্ষের প্রয়োজন ফুরলে অপরপক্ষের আরও বাড়ে প্রেম ।


১২। ( রাধা উবাচ )
বিলোপন দ্রব্য নয় সকল যৌনতায় নিরাপত্তা চাই ।


১৩। ( যোগী-ভক্ষক )
রাবণের চিতায় কর্মকার গড়েন পূর্ণিমার চাঁদ ।


১৪ । ( গঠনমূলক )
নিষিদ্ধ ও বিশুদ্ধ বলে কিছু হয় না ।


১৫। ( মৃত্যু উবাচ )
আমার যেদিন মৃত্যু হবে সেদিন যেন বৃষ্টি পড়ে ।