ক্ষয়ের খড়ি পেতে নদী সন্ধ্যা বেলায় শাপ জড়াল শরীর কাজল
গাছের পাতায় জোনাক-আলোর পথ সরিয়ে বাঁচতে যাবে বাঁচার মানে
ছাইয়ের উপর ছায়ার রোদে সাঁতার কেটে


নষ্টনীড়ের স্পষ্ট সাঁতার দেখছ পুরুষ পদ্ম পাতা ফুল ফুটেছে
অন্তঃ রিপু দৃশ্যমানের অশরীরী বদলা আগুন পসার দিনে
কিনতে গেছে মুক্ত বিলাপ আত্মঘাতী


ঘাত-প্রতিঘাত মেঘের বেড়ায় শিউলি ফোটে বাষ্প সুখের তৃষ্ণা শেয়াল
গোলাপ কাঁটায় সিদ্ধ শাখা-প্রশাখাদের আন্দোলিত আনুভূমিক বাক্যবাণে
বৃষ্টি নামার প্রেক্ষাগৃহে পালক লিপি


শিলালিপি চ্যুতির ভেলায় পদব্রজে পৃষ্ঠপোষক আকাশ পথে
তারা পোড়ায় বুক জড়িয়ে রম্ভা সতী ধূমকেতুদের আঁচল টেনে
জানতে পারে নিজের কথা ধোঁয়াশাতে