প্রতিবাদ
-অনুপম ভট্টাচাৰ্য


যে পারে চোখ কান বন্দ রাখতে


তার মুখ থাকে ভার,


তার সামনে চলতে পারে


শত অন্যায়ের অভিসার!!


যার মনে নেই প্রতিবাদী তেজ


সে চোখ কান বন্দ রাখে,


অন্যায়ের শত পদচারনেও


তার কন্ঠ রুদ্ধ থাকে!!


অন্যায় যে সহে তার মনে


থাকে অন্যায় করার প্রবনতা,


অন্যায়ের উদ্দীপনায় বন্দী রাখে


তার প্রতিবাদী কথা ।


মুখ আর মনের সমন্নয়ে


যেখানে অন্যায় করে এবং সয়,


সেখানে নৈতিকতার ''মূল''


তার অতিয্য হারায়!!



নৈতিকতা যখান থাকবেনা


সেখানে কিসের সমাজিকতা?


অনৈতিক আচরনে সমাজে


দেখা দেবে অসংগতি দূর্বিষ ব্যথা!



সমাজের প্রতিবাদী মানুষ


সইবেনা ব্যথার তরঙ্গ,


প্রতিবাদ করে প্রতিরোধ করবে


হয়ে তারা এক সঙ্গ।
ন্যয় প্রতিবাদের কাছে পরাজিত


যুগে যুগে শত অবিচার অন্যায়,


প্রতিবাদী মানুষকে শত


প্রতিকুলতায়ও থাকতে হয় অভয়!