ক্ষয়িষ্ণু ভালবাসা


© অনুপম®

এই কি দিলে তুমি? ভালবাসার প্রতিদানে!
জীবনের বেলাভূমি বিদগ্ধ প্রতি ক্ষণে ক্ষণে
আঘাতে আঘাতে ঘাতে প্রতিঘাতে
নৈঃশব্দ্যে বয়ে চলে জীবনের স্রোতে  
অনির্বচনীয় শুকনো পাতার মর্মর ধ্বনি
তবুও তোমার ভালবাসা করল ঋণী...
নিজকে আজও ডুবায়ে রাখি অতৃপ্ত অবগাহনে...


নির্বাক অন্তঃসারশূন্য হৃদয় কাঁপে থরেথরে
বেদনাহত জীবনকণা অগোছালো জীবনস্তরে
নিয়ম ভাঙা নিয়মের এ কী বিস্ময়ী আকিঞ্চন
মরণমাঝে জীবন খোঁজার তাইতো  মৃত্যুপণ!


এ বিস্ময় নয়তো আমার একার!
তোমার ঐকান্তিক উপহার!!
জানি;গড়বে অভ্রভেদী স্মৃতিসৌধ আমার চিতার
ছুঁয়ে যাবে মেঘপুঞ্জ গগনস্পর্শী চূড়া তার
ক্ষয়ে ক্ষয়ে রক্ত ঝরবে আমার নিঃস্বার্থ ভালবাসার!


রচনাকালঃ ২০.০৪.২০১৭
©অনুপম®