এক ভোরের সন্ধানে

©অনুপম®

এক ভোরের সন্ধানে
ছুটি চলি আজীবন
অক্লান্ত চোখে ফিরে আসে
নূতন আলোর স্বপ্ন---
থামে না কোনদিন
নিরন্তর প্রয়াসে দুর্নিবার পথ চলা
আসমুদ্র-হিমাচল ডিঙিয়ে চলি
বন-বনানীর দিকে।


কখনোবা চক্রাকারে ঘূর্ণিত হই
চোখের সামনে ভেসে ওঠে মরীচিকা
ক্ষতি কী যদি বিফলতায় ঢাকে
আমার প্রয়াস?


আমি জানি ---
সে ভোর আসবেই একদিন
আমার প্রচেষ্টার হাত ধরেই
নির্মিত হবে সফলতার প্রথম সোপান
ভবিষ্য আলোর রশ্মি উপচে পড়বে
সকল মানবের ঘরে।
তারই আনন্দে বারবার ছুটে চলি
অজানার পথে।