কোন সুরে গাবো তব গান
কোন ফুলে বাঁধবো তব মালা, ও হে মহীয়ান।।


যত সুর গাহি মননে মননে
যত ফুল ফোটে কাননে কাননে
সকলি তোমারি দান। ও হে প্রাণ-নিধান।।
        
তোমার পূজনে দিয়েছো যে মোরে স্থান
সেই আনন্দে ক্ষণে ক্ষণে গেয়ে ওঠে মম প্রাণ!
যা কিছু পাওয়া এই বিশ্বভুবনে
সকলি তোমারি দান। ও হে, প্রাণ-নিধান।।
                                    
না পাওয়ার নেই কোন দুঃখ মোর মনে
নেই কোন ক্ষোভ আর অভিমান...
তোমার মূরতি সদা অন্তরে পূজি
মিটে গেলো তাই মোর জীবনের খোঁজাখুঁজি
যবনিকা এসে পড়ল শেষে,
হলো সকল চাওয়ার পাওয়ার অবসান।।


যা কিছু পাওয়া এই বিশ্বভুবনে,
সকলি তোমার দান। ও হে প্রাণ-নিধান।।
কোন সুরে গাবো তব গান
কোন ফুলে বাঁধবো তব মালা,ও হে মহীয়ান।।


© অনুপম
রচনাকাল : ২২.০২.২০১৭