কৃষ্ণকলি নিজগুণেই হল যে আজ গৌরি
নব যুগের নব ইতিহাস, স্বীয় কর্মে গড়ি
সে-ই তো কর্মনিপুনা নারী।


রন্ধনশালার প্রকোষ্ঠে বন্দী নয়কো আর
কখনোবা খনিকুম্ভে, কখনোবা মহাকাশচারী;
বিদ্যা ও বুদ্ধিমত্তায়, সুকঠিন আপন প্রচেষ্টায়
অকুতোভয়ে করে সে দিক দিগন্ত পার।


তাঁরই ভিতর কোমল কমল ফোটে
স্নিগ্ধতার চিকন হাসি জাগে তাঁরই ঠোঁটে
অয়ি কল্যাণীয়া বীরাঙ্গনা নারী।।