আজ সকালে ঘুম ভেঙে যায়, হঠাৎ চোখ যায় ফেসবুকের পাতায়; দেখি সেথায় সুন্দর এক ছবি ।যার ক্যাপসন্ ছিল “ দীঘার বেলাভূমিতে” । ছবিটা হলো আমাদের প্রিয় শ্যামলদা এবং কৃষ্ণাদির।সেই প্রণয়ঘন ছবির একক্ষুদ্র প্রেমকণা ধরার বিফল চেষ্টা করলুম আমার কবিতায়—তাই কবিতাটি ওনাদেরকেই উৎসর্গ করলাম।


দীঘার বেলাভূমি


আজ হতে বহুকাল আগে
কোন এক ভোরের পূ্র্বরাগে
করেছিলুম পদচারণা দীঘার বেলাভূমিতে
তোমার সাথে, শুধু তোমারই সাথে।


সমুখে দাঁড়ায়েছিল এক বিশাল জলরাশি
হঠাৎ চক্রবালের বুক চিরে অরুনরাঙা সূর্য উঠল ভাসি
প্রভাতের আগমনে পুলক জাগে মনে
কত যে অব্যক্ত ভালবাসা পড়ে ধরা চকিত নয়নে।


একটু একটু হিমেল হাওয়া লাগে যে গায়
এক ঝাঁক গাঙচিল ছু’মেরে উড়ে যায়
শুকনো কাঠেও যে জাগে প্রণয়?
বুঝতে পারি এসে তোমার সান্নিধ্যে
অপলকে চেয়ে থাকি তোমা পানে,
ভুলে সব জাগতিক খিদে—


খানিকবাদে মনের তাগিদে,পড়লে তুমি বসে
আপন হাতে গড়লে ঘর বালুচরের দেশে
মাথার খোঁপা দিলে খুলে
ভাসায়ে দিলে সাগর জলে
আমায় বললে তুমি হেসে
ঢেউের জল ক্যামনে তোমার পদযুগল ধুয়েদিল শেষে।


সেই অক্ষয় স্মৃতি,যৌবনের চারণগীতি
মেটায় আজও মনের তৃষা, হৃদে জাগায় প্রীতি
তোমার ভালবাসা দু’টি প্রাণ নিয়ে এল আরো কাছাকাছি
এ যেন চিরযৌবনে প্রেমাসিক্ত কপোত কপোতী!


@ অনুপম
রচনাকাল: ২৪.০৮.২০২০. সকাল ৭:৩৫ মি