সবুজ শ্যামলিমায়               মরুর ধূসর বালুকায়
       ঝিকিমিক করে প্রভাতের সূর্যোদয়।
তারি মাঝে চাই,               শুধু চাই তোমায়।
গ্রীষ্মের দাবদাহ            শ্রাবণের বারিধারায়
রক্তিমাভ সাঝের বেলায়,    প্রেয়সীর ভালবাসায়
রাতের সঙ্গিনী বেশে           ভোরের শুকতারায়    
আমার পাশে                  সুখ-দুঃখ হাসি-কান্নায়      
    তোমাকে চাই। শুধু চাই তোমায়।।


মরুর  ঝঞ্ঝায়        দখিনা সমীরণের শীতলতায়  
প্রভাতের অরুণিমায়         রাত্রির তমসায়
জীবনে তোমাকে চাই;         মরনে  চাই তোমায়
রাজার বিলাসিতায়              দীনের দীনতায়
সংসারের আবদ্ধতায়            নদীর স্রোতধারায়
নিত্যদিনের ঝগড়ায়               সাধনার প্রেরণায়  
ভাঁড়ের রসিকতায়                     বুদ্ধিজীবির চিন্তায়
       তোমাকে চাই। শুধু চাই তোমায়।।


গোঁড়ামির অবাধ্যতায়          শিষ্টাচারের নমনীয়তায়
অহংকারের কূপমন্ডুকতায়              ঝরণার স্বচ্ছতায়
        মনে মনে চাই, শুধু চাই তোমায়।।
ধ্যানের মগ্নতায়                  দুশ্চিন্তা-অধীরতায়
বিয়োগ-ব্যথায়                     যোগের সাধনায়        
অঙ্গারের কালিমায়                  হিমানির শুভ্রতায়        
নির্দয়ের কাঠিন্যতায়             ভালবাসার কোমলতায়
      তোমাকে চাই। শুধু চাই তোমায়।।


শীত সকালের কুয়াশায়              শরদের কবোষ্ণতায়
হেমন্তের খুনসুটিপনায়          গরমকালের হাত-পাখায়
   দেহমনে তোমাকে চাই, নির্জনে চাই তোমায়।।
কৃষ্ণকলির উজ্জ্বলতায়                  হৃদয়ের বিশুদ্ধতায়
তৃণের নীচতায়                         হিমালয়ের সুউচ্চতায়
কৃপনের কার্পণ্যতায়                     দানীর মহানুভতায়
কুটিলার জটিলতায়                         শিশুর সরলতায়
      তোমাকে চাই। শুধু চাই তোমায়।।


মিলনের তৃপ্ততায়                বিরহের নিঃসঙ্গতায়
পুকুরের অল্পতায়,             সাগরের অতলতায়
    একলা তোমাকে চাই, শুধু চাই তোমায়।।
শীতের জীর্ণতায়                     বসন্তের পূর্ণতায়
নিঝুম তন্দ্রায়                        জাগরণী নিশায়
সিগারেটর ধোঁয়ায়                   মদের  নেশায়
আঁধারের অমাবস্যায়                  জোছনা আলোয়
           তোমাকে চাই।শুধু চাই তোমায়।।


পঙ্কিলতার মলিনতায়              নির্মলতার প্রফুল্লতায়
বেদনার নিস্তবদ্ধতায়                       হরষের সশব্দতায়
       কলরবে তোমাকে চাই, শুধু চাই তোমায়।।
বর্তমানের বাস্তবতায়                ভবিষ্যৎ কল্পনায়
অতীতের স্মৃতিমালায়             শুন্যতার বিশালতায়
শিশুর বালখিল্যতায়            যৌবনের উন্মাদনায়      
শত্রুর ঘৃণায়                                        বন্ধুর মিত্রতায়
বাঁধনহীন মুক্তধারায়           অভিসারের গোপনতায়
    তোমাকে চাই।চাই শুধু তোমায়।।


গর্ধবের নির্বুদ্ধিতায়                        শৃগালের ধূর্ততায়        
বর্ষার প্লাবনতায়                     সৌন্দর্যের মাধুরিমায়
      নিরিবিলি তোমাকে চাই। শুধু চাই তোমায়।।
তরুণের তারুণ্যতায়                বৃদ্ধকালের পারিপ্ক্কতায়
হিংসা-পরশ্রীকাতরতায়                   চন্দ্রিমার স্নিগ্ধতায়  
শ্মশানের নীরবতায়                  আনন্দের মুখরতায়  
অশরীরী-প্রেতাত্মায়                    শরীর-নশ্বরতায়  
        তোমাকে চাই। শুধু চাই তোমায়।।


নির্বোধ বাচালতায়           সুচতুর নীরবতায়
অজ্ঞান মূর্খতায়          জ্ঞানের আলোর প্রখরতায়
     বনবাদারে তোমাকে চাই,শুধু চাই তোমায়।।
অলস অকর্মণ্যতায়                    হরিণী চঞ্চলতায়
পশুর পাশবিকতায়            মানবের মানবতায়
নরকের কদর্যতায়            দেবালয়ের পবিত্রতায়
মৃত্যু নিশ্চলতায়়                জীবন চলমানতায়        
       তোমাকে চাই। শুধু চাই তোমায়।।


গদ্যের গদ্যময়তায়               কবিতার কাব্যতায়
পাষাণ নির্জীবতায়                   সজীব প্রানবন্ততায়
    নিকুঞ্জবনে তোমাকে চাই।শুধু চাই তোমায়।।
অলীক  মিথ্যায়                        ধ্রূব সত্যতায়            
লোভীর স্বার্থপরতায়             ঋষির পরোপকারতায়    
গরল তিক্ততায়                         মধুর মিষ্টতায়
সকাম কামনায়                  নিষ্কাম ভালবাসায়
      তোমাকে চাই। শুধু চাই তোমায়।।