জাগো হে নারী,
                   ভুবন মাঝারে জাগো।
প্রভাতের অরুণ আলোয়
                   বাঁধন ছাড়ায়ে  জাগো।


মমতা  স্নেহ ভালবাসায়
                    পূরণ করায়ে জাগো।
মনের জানালা খুলে
         অগ্নিশিখার দীপ্তিমায় জাগো।


মুক্ত গগনে ডানা মেলে
       নারীদিবসে পূর্ণ স্বরাজে জাগো।
ভুলে ভেদাভেদ, হ’য়ে অভেদ
               পুরুষে জাগায়ে জাগো।


জাগো হে লক্ষ্মী, জাগো বীণাপাণি
                  আয়েশায় তুমি  জাগো।
জাগো হে দুর্গে, জাগো ভৈরবী
            মুরলীর বংশী মাঝারে জাগো।


তমসা কাটায়ে জ্ঞানের আলোয়
                সুরের রাগিনীতে জাগো।
মলিন ঘুচায়ে অহং ভুলায়ে
                জয়ীতার জয়ে জাগো ।


শূন্য ভরায়ে পূর্ণ করো
                  উন্নত শিরে জাগো।
দুঃখ ভুলায়ে শান্তির লয়ে
               মিলনের তরে জাগো।

জাগো হে ভারত লক্ষ্মী      
       বিশ্ব মাঝারে   সর্বোত্তমে জাগো।