এক বুক ব্যথা! পাইনা খুঁজে কোন কথা!
কবিতার ভাষা !
সব চাপা পড়ে গেছে উড়ালপুলের নীচে
কলকাতার বুকে ধ্বংস স্তূপে।
হাহাকার শুনি,শুধু হাহাকার !
শুনি আর্তনাদ বিষম যন্ত্রণার!
দেখেছি অশ্রু স্বামী-পুত্র-আত্মীয়হারার


রক্ত লাল—ছিন্ন হাত-পা-মস্তক পড়ে আছে  
শত শত—রাতের আঁধারে মৃত্যু মিছিল নামছে।
অকাতরে শুয়ে আছে হাসপাতালের বেডে
চিন্তে পারছ কি বঙ্গজননী তোমার সন্তানেরে?
বল কার দোষে তোমার সন্তান মুখ থুবড়ে
পড়ে আছে ওই গিরীশ পার্কের পাশে?


হায়রে বঙ্গজননী!কাঁদ তুমি অকাতরে নীরবে!
তোমাকে আজ সান্ত্বনা নয়,মোছাবোনা চোখের জল
ধুয়ে মুছে সাফ করে দাও ওদের কুকর্মের ফল!
বিনা দোষে যে দিল তোমার সন্তানেরে বলিদান
করনা মাফ, তোমার অভিশাপ করুক ওদের খান খান।


(কলকাতার উড়ালপুল দুর্ঘটানায় আমার সমবেদনা)