তোমায় নিয়ে স্বপ্ন আমার
              কল্পলোকে বাঁধব ঘর।
সুন্দর সে আলয় মাঝে
            সাঁজাবো সকল রঙিন  সাজে।


জোছনা ভরা চাঁদনী রাতে
           হাটব মোরা একই সাথে।
পঙ্খীরাজ ঘোড়ায় চড়ে
          কাজলা দিদির গল্প শুনে
কাটবে মোদের রাত-দিন
        ভরবে জীবন তোমার দানে।


মেঘবালিকা আড়ত চোখে  
           দৃষ্টি মেলে ঘোমটা  খুলে
একটা চুমু তোমার গালে
          খেলব মোরা সাগর জলে।


তোমায় ঘিরে স্বপ্ন আমার
          নয়ন পড়ে  বুকের ’পর,
পাগল-পরা ধরণী তলে
     হাওয়ায় যেন দোদুল দলে।
মত্ত মোরা রসাস্বাদনে,
        সৃষ্টির টানে নাচি দু’জনে।
জগতের এ চিরায়ত খেলা
        জীবের কি সাধ্য করে হেলা।