“কবি সত্যেন্দ্রনাথের  শ্রদ্ধার্ঘে আমার ক্ষুদ্র নিবেদন” 


বরষা বরষা বরষা
            তনুহারা তাপসী সরসা
স্নিগ্ধা শোভিত  যৌবনা
             শুভ্র হিমানী বরনা।
অপরপী জাহ্নবী কন্যা
                 হাত মোর ধরনা।


গ্রীষ্মের তপ্ত দাহে
           তোমার পরশ মাগে
চারিদিক চারিপাশ
         তৃষিতের মেটাও আশ।
পালা করে ছুটে চল
                মাঠ ঘাট ভরে তোল।


শো-শো-শা-শা তড়িৎ চলনী
               দীঘিজলে খেলাকরে নলিনী ।
জলভরা টুপুটুপু থৈথৈ
               বুনোহাস খালবিলে হইচই।  
তরু সবুজ শ্যামলিমায়
                   পাপিয়া গান গায়।


পত্র পল্লবিত শিশিরবিন্দু
    বিন্দু-বিন্দু  গড় মহাসিন্ধু।
পাহাড়ের বুকচিরে ঝরনা
           ঝরঝর নির্ঝর ঝর্ণা  


নববধূ সিঞ্চিত বসনা
            রূপসী সজ্জিত পর্ণা।
মেঘে বক্ষ তব ঢেকনা
   --- ---  মান মোর রাখনা।
রাগরাগ ঢাকঢাক অভিমান
           করনা । রপসী বর্ণা।


অকারনে কেন তব ছলনা
               মোরে তুমি বলনা-----
চঞ্চল চপলিকা রমণী
           এসো কাছে ঘরে নি।


পুলকিত হরষিত  কামিনী
             রিমিঝিমি সুর রাগিনী।
ভাল তুমি বাস কিনা
               মুখে শুধু বলনা----
বারবার কেন তুমি আসনা
               কথা কেন শোন না?