ভাপসা গরমে কাজ করছেনা মাথাটা
বন্ধ হয়ে গেছে—বন্ধ হয়ে গেছে সব
চারপাশে জঞ্জাল পড়ে আছে।এক বোঝা।
বনবন করে ঘুরছে না মাথার ’পর ফ্যানটা।


রাস্তার চৌমাথায় পড়ে আছে একটা শব।
এক শান্তির ঘুমে ঘুমাচ্ছে সে!
পাবে না তাকে আর তোমাদের ভিড়ে!
চলে গেছে দূরে তারার দেশে।
শুনতে কি পাব ওই প্রতিবাদ প্রতিরোধের রব?


রক্তে লাল হয়ে গেছে রাস্তার কালো পিজটা
পয়েন্ট ব্ল্যাংকে গুলি মাথার খুলিতে।
একটা নয় দুটা---
কালো আঁধারের হাতে।
পারবে কি তোমরা? ওর মতো মরতে ?
নয়তো অধরা থেকে যাবে স্বাধীনতা
বাংলার এই মাটিতে।