বসন্তের  দোলে পলাশের ফুলে
একছড়া মালা তোমারি গলে।
সাজি তরুলতা রঙ উঠি কৃষ্ণচূঁড়ায়
শীতল হাওয়া বয়ে চলে যায় শাল বীথিকায়।
খড়ত্ নদীর কলকল শুনে
নাচিল মন-ময়ুরী পাখির কূজনে
চলি অভিসারে তৃষিত আশায়
নির্জন কুটিরে---


ভরিব হৃদয় তোমারি ভালবাসায়
তব মুখশ্রী চমকিল সন্ধ্যাতারায়
চকিত মনে সুমধুর আলাপনে
অমৃতবানী কহ কানে-কানে


অরূপ তব প্রেমময়ী মূরতি
চারিধারে ঝলকিছে তোমারি দ্যুতি।
ওগো সুকেশী হ'লে যে এলকেশী


একটি গোলাপ পড়িল ঝরে আমার হাতে
তারি সাথে সাথে, হাতটি মোর নিলে টানি
বাঁধিলে গো কী বাঁধনে, নাহি তাহা জানি।
আমারে শুধালে নামটি ধরে,মোর প্রথমা প্রিয়ারে।
চুমিলে মোরে অগণিতবারে, ডুবিলাম মিলন সাগরে।