অজানারে জানিবার তরে চপল মনে
ছুটি বাহিরপানে;জিজ্ঞাসিনু জনে জনে।
ছাড়ি পর্বতমালা, নদী,সাগর-সিন্ধু
উত্তরটা জান কি হে;ওগো মোর বন্ধু?


ভ্রমেছিনু দ্বার দ্বার,উত্তর সন্ধানে
বৃথাই ভ্রমণ! সমাধান মেলেনি কোনখানে---
সহসা হাসিয়া কহেন অন্তর্যামী
জিজ্ঞাসা নিরসনে কেন বিপথগামী?


তোমাসৃষ্ট প্রশ্নবাণ তোমাতেই খোঁজ সমাধান
অপরকে জিজ্ঞাসিবে কিবা অকারণ?
প্রশ্নই অজ্ঞাত,উত্তর নেই কল্পনায়
জহুরীর দৃষ্টি দিয়ে দেখ আপনায়!
মণির সন্ধান মিলিবে আপন মাঝে
বৃথা বিশ্ব ভ্রমন ব্যস্ত সাজে।