স্বাধীনতা কারে কয়!!
তার অস্তিত্ব কি হবে শুধু চেতনায়?
১৯৪৭ সাল। ভারত হল স্বাধীন!!
দেশমাতা ইংরেজ মুক্ত হল যে
কিন্তু শোষণমুক্ত হল কি সে?


দেশের প্রান্তরে লোক মরে অনাহারে
দুঃখ শোকের ছায়া প্রতি ঘরে ঘরে।
ত্রিশ শতাংশ মানুষ একবেলা খায়
তারপরেও বলবে স্বাধীন আমার ভারতবর্ষ ?
না------


ওরা পাগলের দল,উলঙ্গ  হয়ে করে হর্ষ
দরিদ্রের অর্থ ছিনি, দিন দুপুরে রাহাজানি
ওরা অকপটে ঘুষ চায়, ডাকাতি করে সন্ধ্যাবেলায়
আপন গরিমা আপনি প্রকাশে স্বার্থলোভী মিডিয়ায়।


না------
আমি বিশ্বাস করিনা কমিউনিস্ট আর বিজেপিতে
সর্বহারার সাথে চলি, হাত মেলাই মানুষতে
সাম্যের গান গাই, চলি একলা যাত্রাপথে।


না------
আমার ভক্তি নাই তৃণমূলে আর কংগ্রেসে
সকল শাসকদল মিলে গরীবের রক্ত শোষে
নাই স্কুল, নাই হাসপাতাল, নাই রুটি-কাপড়-মকান
দেশ জুড়ে অনটন, সর্বত্র শুনশান শ্মশান
জবাব দাও এসব কার দোষে?


আমি আজ স্বাধীনতা চাই,আমার প্রাপ্য স্বাধীনতা
ভাঙি বাঁধ,করি প্রতিবাদ শৃঙ্খলমুক্ত  পরাধীনতা
তোমাদের ধিক্কার!শত ধিক্কার  জানাই!!
আমি দরিদ্রের পূজারী,দীনদুঃখীর গান গাই।


আমার স্বাধীনতা,প্রাপ্য স্বাধীনতা আনবই ছিনায়ে
একবার নয় শুধু,শতবার বুকের রক্ত ঝরায়ে।
শোষণহীন দুর্নীতিমুক্ত সকলের ন্যায্য অধিকার
সুন্দর সুশাসিত  ভারতবর্ষ গড়ার এ পূর্ণ-অঙ্গীকার।।