ওই শোন্ রে
আসছে কে রে অশ্বরথ চড়ে
বিজয় কেতন শির ’পরে
চলছে আজ মরুৎ বেগে
কোন্ বারতা আনবে বলে
সম্মুখে আগুয়ান,নামছে রণে
ললাটে তাঁর জয়টীকা জ্বেলে।


ওই শোন্ রে
ভাঙছে কে রে মারণ তুফানে
গগন যেন ঢাকছে রক্ত রাঙে
জোর কদমে চলছে ঘোড়া
শুনতে কি তা পাস্ নি তোরা
পদব্রজে কাঁপে ধরা আচম্বিতে
সকলে মারে যমের দন্ডহাতে।
        
ওই শোন্ রে
অণর্ব মাঝারে তরঙ্গের কোলাহল
অগ্নিতেজে পুড়ছে ধরণীর জঞ্জাল
প্রলয় বাণী ধ্বনি কার বিষাণে
চকিত চমকি উল্লাসি বিশ্বজননী
খমকি্ খমকি্ করে জয়ধ্বনি
আনন্দোচ্ছ্বাসে,শুনে  অমৃতবাণী।


ওই শোন্ রে
শঙ্খ বেঁজে ডাকছে কে রে,
চল্ রে সবাই চল্, চলরে সাথে
আর দেরী নয়, হবে উদয়
কাটবে আঁধার তাঁর কিরণে
জয়ধ্বনি কর্ , তাঁর স্মরণে
নিশ্চয় মিলবে ঠাঁয় ওই চরণে।