ঘুম পাহাড়ির দেশে
মন চলে যায় এক নিমিষে
নাম না জানা ফুলে ফুলে
সাজে যেন বৈশাখী বেশে।


ঘুম পাহাড়ির দেশে
কোন রমনী কৃষ্ণকালো কেশে
গাঙের ধারে নৃত্য করে
আপন ভুলে হাওয়ায় মিশে মিশে।


ঘুম পাহাড়ির দেশে
সময় কাটে খুশীর হাসি হেসে
দুঃখ সেথা নেইকো কারো কাছে
কাননে মৌ মৌ ফুলের সুবাসে।


ঘুম পাহাড়ির দেশে
পদ্ম ফোটে দীঘির জলে
পাখিরা গায় ডালে ডালে
প্রজাপতি ওড়ে সেথা রঙিন বেশে।


ঘুম পাহাড়ির দেশে
বাঁশির সুরে মাতায় রাখাল সুরাবেশে
মেঘেরা সব বাতাসে ভেসে ভেসে
ছুটে চলে অসীম আকাশে।


ঘুম পাহাড়ির দেশে  
স্বর্গপরী ভুবন মাঝারে আসে
শান্ত স্নিগ্ধ ছায়ার পরশে
শান্তির লয় গাহে হরষে।


ঘুম পাহাড়ির দেশে
চন্দ্র তারায় আলোক জ্বালায়
রশ্মি  ছোটায় ধুমকেতু আর নীহারিকায়
ক্রীড়া ছলে মজে আপন রসে।