রক্তরাঙা ক্ষুধিত বক্ষ-মাঝে হে রক্তকরবী
অনুপ্রাণিত কর হে বীরাঙ্গনা-শক্তি প্রেরণা-দাত্রী ।
হোমকুণ্ড শিখা জ্বালো ত্যজি তমসাঘন শর্বরী
হৃদয় আজি ভরায়ে তোল প্রণয়ে ভরি; হে প্রণয়-দাত্রী ।
ভালবাসার যজ্ঞকুণ্ড উঠুক জেগে দেহভরি; হউক প্রেমভান্ডারী
তব প্রেম পরশে জাগায়ে তোল পুরুষে
কানে কানে গাহ হে গান আপন অবকাশে ।
তব সুমধুর আলাপনে উষ্ণতা আনো শীতল মানব প্রাণে
শান্তির বানী গাহে যেন বিশ্ববাসী মজে তব সুমিষ্ট তানে।
নিরানন্দ এ জীবন মাঝে আনো কর্ম ছন্দ
ভালোর ছোঁয়ায় ভরুক জীবন; কাটুক সকল মন্দ।
আলোর খেলায় হরষ জাগুক ভুবন মাঝে
এক আকাশের নীচে আসুক বিশ্ব পূব-পশ্চিম ঘুচে ।