হয়ত তোমার দেখা পাবো বলে
সাগরের জলে মানিক খুঁজে বেড়াই


হয়ত তোমার দেখা পাবো বলে
মহাকাশযানে আকাশপানে ধাঁই


হয়ত তোমার দেখা পাবো বলে
বেদুইন হয়ে দেশ বিদেশ যাই


হয়ত তোমার দেখা পাবো বলে
উদাসী মনে বাউল সুরে গাই।


হয়ত তোমার দেখা পাবো বলে
ভাঙ্গি জীবন-পথের চড়াই-উতরাই


হয়ত তোমার দেখা পাবো বলে
চলতে গিয়ে পথ রক্তে রাঙাই


হয়ত তোমার দেখা পাবো বলে
অগুরু জ্বেলে  পূজায় মন লাগাই।


হয়ত তোমার দেখা পাবো বলে
হাপরের আগুনে লোহা জ্বালাই


হয়ত তোমার দেখা পাবো বলে
আশার প্রদীপে মরীচিকার পিছে যাই


হয়ত তোমার দেখা পাবো বলে
লাঙল ঠেলে মাঠে ফসল ফলাই।


হয়ত তোমার দেখা পাবো বলে
হাতুড়ি শাবল ছেনী চরকা চালাই।


হয়ত তোমার দেখা পাবো বলে
শান্তি ছেড়ে দুঃখের পথ মাড়াই।

হয়ত তোমার দেখা পাবো বলে
তেলের কলের ঘানী ঘোরাই।


হয়ত তোমার দেখা পাবো বলে
পতিতা হয়ে বেশ্যালয়ে দেহ নাচাই।


হয়ত তোমার দেখা পাবো বলে
মৃত্যু জেনেও সহস্র বিপদে ঝাঁপাই


হয়ত তোমার দেখা পাবো বলে
সতত মৃত্যুর মাঝে জীবন চাই।


কেন অকারণ এ বৃথা প্রবঞ্চনা ?
তোমাকে আজ বলতেই হবে
তুমি আছ কি নাই ?