বঙ্গদেশে উল্টা-পুরানের গল্প শুনি
হবে কি তা সহজে এক্ষুণি?
ভোরের আলো পাবে যামিনী ?
চারপাশে কি কেবলই শনশনি?


দিনের বেলা চলছে বোমা বারুদ
ধরবে হাল আছে কোন মরদ?
বঙ্গদেশে চলছে গনতন্ত্রের উত্সব!!
ভয়ে মরি!ভোটের পর গুনব শব!!


হাল ছেড়োনা, ওহে বঙ্গ-কান্ডারী
একদিন থামবে এই ঝড় তুফানি।
ওরা তো তিন বছরের শিশুকে ও ছাড়েনি
তবুও বলি ভয় পেওনা ওই রক্ত চাহনি।


উন্নয়নের নামে যাচ্ছেতাই , খেলছে সবাই ছিনিমিনি।
আজকে চোর, কাল ঠিক হবে খুনী।
উৎকোচ না অনুদান ,কোনটায় বাড়ায় সম্মান?
কী বিতর্ক!ধুলায় গড়াগড়ি বঙ্গের মান!!


কে আছ বলীয়ান? হও আগুয়ান
কিভাবে করবে শোষণমুক্ত? না করে বলিদান!!
মাতৃ-ধর্ষণ?? তাই নয় আর পশ্চাৎধাবন।
তোমার এক ফোঁটা রক্তদান, করবে মহান!!

যার যা আছে হাতিয়ার, কর বাহার
গুড়-বাতাসা কালিমার হোক ছারখার।


কি লাভ হবে ? যদি হও অতি সাবধানী??
ভোটটা দিও, গনতন্ত্রে এটা খুবই দামী ।


যাকে খুশি তাকে ভোট দিবে
জোর করলে জুতা মারবে!!