শত সহস্র আলোকবর্ষ দূরে
আলোকঝর্ণায় আলোকিত হৃদ কোনে।
প্রশমিয়ে সকল কষ্ট
কে দিল বুলায়ে শীতল হস্ত?  
কার অশেষ করুণাধারায়
সব নীল বৃত্তের হল অবসান—
পূজরে মন সেই কৃপানিধান ।


অসীম সীমারেখার মধ্য বিন্দু
অতল গভীর গহন
নিরুদ্বেগ নির্ভাবনার সৃজন
ক্রম বিকাশ জাগ্রত  মহীন।


ইথার অনুকম্পা তনুতে প্রবেশিলা
প্রেমাশ্রু  আঁখিপট মন উছলা
মন্থর ভাবাবেগ চিন্তার বিলয়
চিরন্তন শান্তির সহসা উদয় ।


শুভ সে মাহেন্দ্র ক্ষণ
অপূর্ব অনুভূতি অতিরঞ্জন
বর্ণাঢ্য তৎসত্ত্বেও বর্ণহীন  
অরূপ রূপী সদা মহিম
সমাধিক্ষণ পরমাত্মায় বিলীন।