তোমার মূরতি করি আরতি
জ্বালাইয়া  মনের বাতি
দীনবন্ধু হে অগতির  গতি
সদা তোমায় থাকে যেন মতি।


সুখ দুঃখ আপদ বিপদ
যতই আসুক বারে বারে
নিও গো তুমি আপন করে
দিও গো  ঠাঁই চরণতলে।


তোমার সেবায় কর হে ব্রতী
তোমারি গানে  থাকি যেন মাতি
শোন শোন ওগো সুরপতি
কন্ঠে মোর দিওগো সুরপ্রভাতী।


তোমার মূরতি করি আরতি
জ্বালাইয়া মনের বাতি।
দীনবন্ধু হে অগতির  গতি
সদা তোমায় থাকে যেন মতি।


** কবিগুরুর প্রতি সশ্রদ্ধ  প্রণাম । কিন্তু তাহাকে উৎসর্গ করিবার সাহস পাইনা,কেননা
মনে হয় ,তাহাকে দিবার জন্য উপযুক্ত উপাদানে ইহার সৃষ্টি হয় নাই।