হে প্রভু
তোমার পায়ে ঠেকাই মাথা
শতদলের এই নির্যাস গাঁথা
করিলাম দান তোমার তরে
কেন পাইনা দেখা নয়নভরে ?


তোমার লাগি কাঁদিছে হৃদয়
প্রাণটা মোর আাকুল করে----
প্রভু মোর হওনা সদয়
প্রশান্তির হোকনা উদয়
           —হিয়ার মাঝারে।


প্রেমের পরশ লাগলে গায়ে
দুঃখের জ্বালা যাব ভুলে
করিও ক্ষমা দিও না ফেলে
কী লোভে মরি ভব সংসারে।


কাটে যে কাল বিমোহের ঘোরে
চাওয়া পাওয়ার জগত মাঝারে।
মোর সকরুণ বিরহ ব্যথা  
পাবে কি কভু মুক্তির দেখা


হে  প্রভু
তোমার পায়ে ঠেকাই মাথা
শতদলের এই নির্যাস গাঁথা।
করিলাম দান তোমার তরে
তোমায় দেখতে চাহি নয়নভরে।