কে বাজায় মুরলী যমুনা তীরে
“রা”“রা” বলে গাহে এমন সুরে
           এ মধু ফাগুনের দিনে।


চাঁদের হাসি খিলিছে আজি নীরে।
রাই মোর আজ, ডাকে তাই বিশাখারে
শুন্ রে প্রিয়ে,বল্ না গিয়ে “কালা”রে
প্রেমের জ্বালায়, জ্বালায় কেন মোরে
             রসের সুধা ঢালি মধুবনে।
সখীরে, কেমনে সহিব মনের বেদনারে-


হইব এইবার পাগলিনী,
                     ত্যজিব প্রান সলিলে
ত্বরা করে যা না সখী,
               বন্ধ কর্ নিঠুর বাঁশি ছলে।
এ মধু ফাগুনের দিনে।
           জ্বালা আর সহিতে পারি নারে।


কে বাজায় মুরলী যমুনা তীরে
“রা” “রা” বলে গাহে এমন সুরে
           এ মধু ফাগুনের দিনে।