আমারি এবেশ  হ'বে যবে শেষ
           বেলফুলে করিও সাজিত।


চন্দনের প্রলেপ বেটে
       মুখেতে তিলক কেটে,
           কোলে তোমার
           করিও শায়িত।


ধূপ ধুনার গন্ধে
          ভরিও তব ছন্দে
সীমা ছেড়ে  অসীমতে
                     হ'ব মিলিত।


করিওনা বিষাদ অকারণ অশ্রুপাত
ধরিও হাসি মুখটিতে।


ধরনীর মাঝে, রবে কেবা চিরকাল
  আবার কাটিবে তম:
  আসিবে  প্রভাত কাল -


ফুটিবে ফুল, রক্তিম ঊষার কিরণে
        পুনর মিলন হ'বে তোমা সনে।


আমারি কথা বৃথা কভু নয়
        জানি ইহা সাধনায়।
যাব হারায়ে অসীম রেখায়-
ক্ষনিকের তরে, চাই এ’বিদায়!