শব্দ সুরাবৃত নেশার নিশি
শব্দ সুরসৃষ্টি অন্ধের দৃষ্টি।


শব্দ হিমকণা উন্মুক্ত মনা
শব্দ বেদনাপূর্ণ গলিত লাভা।

শব্দ জ্বালাময়ী শোণিত ধারা
শব্দ সান্ত্বনাময়ী সুধায় ভরা


শব্দ প্রচন্ড গ্রীষ্মের দাবদাহ
শব্দ আঘাতকারী  অগ্নি ক্ষত


শব্দ ছন্দময়ী ঘুম ভাঙানী
শব্দ সুরধ্বনি রাত জাগানী


শব্দ স্বপ্নমাখা লাল রক্তলেখা
শব্দ রঙখেলা রামধনু আঁকা


শব্দ নিরাকার শেখায় বিচার
শব্দ করে অসীমপথ বিহার


শব্দ সুখস্থায়ী বেদনার দায়ী
শব্দ অমৃতবানী ভুবন হরষিণী


শব্দ নাগ-পঞ্চমী সর্প বাসুকি
শব্দ প্রেম-প্রতিজ্ঞা মিলন গাঁথা


শব্দ বিদ্যমান অনাদি কাল
শব্দ হাসি ফোটানো মিষ্টফল।


শব্দ কাঁদায়, ভরে বুক জ্বালা
শব্দ শুন্যে রচে শব্দমালা।


শব্দ কভুনা  হারায় গগনে
শব্দ বানায় রাশিমালা গোপনে


শব্দ আমাদেরই বলার ভাষা
শব্দ প্রেম প্রনয় ভালবাসা।

শব্দ জীবনে বাঁচার আশা
শব্দ সরলতা শেখায় মানবতা


শব্দ মানুষ অমানুষের পরিচয়
শব্দ সুরমণি গীতিকার লয়।


শব্দ করে  বিশ্ব বিজয়
শব্দ শেখাও মোরে  বিনয়।