ভালবাসা অতল গভীর গহন
ভালবাসা অন্তহীন, জীবন বন্ধন ।
ভালবাসা অগ্নি বীণার অনুরণন,
ভালবাসা অবিমিশ্রিত ঈশ্বর স্মরণ।


ভালবাসা তুমি, ইন্দ্রানী দেহসূর্য;
ভালবাসা, দিওগো তব রণতূর্য ।
ভালবাসা উন্মুক্ত অতীব গোপন,
ভালবাসা নয়ত বিসর্জন;আত্মমিলন।


ভালবাসা কাঁদে, কাঁদায় মন।
ভালবাসা মলিন  বিমুক্ত রক্তক্ষরণ।
ভালবাসা আত্মার সৃষ্ট রসায়ন,
ভালবাসা ভালো লাগায় সর্বক্ষণ।


ভালবাসা আনে অনুপম প্রশান্তি
ভালবাসা গাহে নিরুপম গীতি।
ভালবাসা মানেনা কোন রীতি;
ভালবাসা সৃজে কেবলি প্রীতি।


ভালবাসা, কে-বলে তুমি অন্ধ?
ভালবাসা রাবিন্দ্রিক-নজরুলী সুগন্ধ।
ভালবাসা, তুমি তুরীয়ানন্দের আনন্দ;
ভালবাসা চিরন্তন শাশ্বত চিদানন্দ।


ভালবাসা মিছরী মিশ্রিত সুধারস
ভালবাসা রচে আপন প্রেম-নিবাস
ভালবাসা জাগরিত  মন উচ্ছাস
ভালবাসা শীতল দখিনা বাতাস।


ভালবাসা, প্রেম, প্রনয় একরূপী
ভালবাসা অভিন্ন হৃদয় স্বরূপী।
ভালবাসা মরু মাঝে তরুবিথী;
ভালবাসা গড়ে জীবন স্মৃতি।


ভালবাসা ব্যতীত হৃদয় পশু
ভালবাসা ভালবাসায় নিষ্পাপ শিশু
ভালবাসা বিনা মানুষ পাষণ্ড
ভালবাসা উপেক্ষায় হৃদয় দ্বিখন্ড


ভালবাসা বিরহে আজীবন কাঁদা
ভালবাসা মেলায় মন রাধা।
ভালবাসা নিদারুণ, দারুণ কাব্যগাঁথা
ভালবাসা নিষ্পলক বিরহ ব্যথা  ।


ভালবাসা শ্যামলিমা গাঁয়ের পথ
ভালবাসা তোমাতেই সৃষ্ট মনোরথ
ভালবাসা সহস্র ফুটন্ত  গোলাপ
ভালবাসা নিচিহ্ন করে মনস্তাপ।


ভালবাসা  মরমিয়া এক সুর।
ভালবাসা মোদের করনা দূর
ভালবাসা তোমাতেই রেখো বিভোর
ভালবাসা অনাদি  মৃত্যুহীন অবিনশ্বর


ভালবাসা, ভাললাগা অসীম-ব্যবধান।
ভালবাসা ঈশ্বরের সর্বোত্তম দান,
ভালবাসা মানবেরে করে মহান;
ভালবাসা এক-পশলা, দাওহে ভগবান।


ভালবাসা রসসিক্ত মিষ্ট ভাষন
ভালবাসা পরকে করে আপনজন।
ভালবাসা, অমৃত কর গরল-বিষে,
ভালবাসা এসো আমাদের কাছে।


ভালবাসা, নওগো তুমি বিলাসিতা;
ভালবাসা মহা জাগতিক  জীবাত্মা ।
ভালবাসা ভালবাসলে, হবেনা বিফল;
ভালবাসা নিষ্কাম নয়ন জল।


ভালবাসা নির্মল অতি সুন্দর,
ভালবাসা প্রেম চুম্বন, কামাতুর ;
ভালবাসা সকামী প্রজনন মন্ত্র।
ভালবাসা; কে-বোঝে গূঢ়তত্ত্ব?


ভালবাসা প্রচণ্ড পাগলা হাওয়া-
ভালবাসা, তোমাকেই শুধু চাওয়া।
ভালবাসা দূষিত হলে; দুঃখিত-
ভালবাসা কেন বারবার ধর্ষিত?