আমি স্বপ্ন দেখি বিভিষীকার
জ্বলন্ত লাশ সমুখে আমার
অগ্নি দাহ কেন বারবার
এ ধরণীর।


নগ্ন মানুষের কদর্য নৃত্য
নারীকে বানায় নিজ ভৃত্য
নিত্য নিত্য হাসে অসত্য
নীরবে ঝরে মানব রক্ত
দিবারাত্র। রাজপথ লোহিত সিক্ত
মানবিকতা লুপ্তপ্রায় ।
শাসকের নজর দলিতের পিঞ্জর
অস্থি মজ্জায়।


গাহি নাহি আর প্রেমগীতি
সদা করে রাজ দুর্নীতি
এ কি হায়!
মুখ ঢাকি লজ্জা ঘৃণায়!!


কিরূপে হবে মুক্তি এই দুরাশার—
কান্ডারী হও তুমি হুশিয়ার।
শক্ত হাতে ধর অসি বিধাতার।
তোল তোল তরবারির রণন
মার মার মার হে তব মৃত্যুবাণ
পাষণ্ডের বক্ষে।
ধরণী পাক রক্ষে
তোমার হাতে।


না না আর দেরী নয়,
মোর দুঃস্বপ্নের হয় যেন বিদায়
আলোর দিশায়—
চেয়ে থাকি,এ প্রতীক্ষায়।