নির্জনে বসি খেলাঘরে,আধ আলোছায়াতে
চেয়ে আছি তব মুখপানে-জড়ালে কী প্রেমবন্ধনে
যত দেখি তোমায়,হিন্দোল বয় অন্তরে অন্তরে
আজি কি সকল অন্তর মিলবে  লীলার ছলে
চাতকের প্রাণ তৃষ্ণা মিটবে যেন শ্রাবণ জলে।
দুর্লভ মানব জীবনে-কী আছে ভালবাসা  বিনে
তোমাতেই আমায় দেখি,আমাকে হারাই তব নয়নে।
মোর হৃদয়ের প্রণয়মাখা জলচ্ছবি আঁকি তব হৃদয়ে
ছবি মম কইবে কথা,আমারই অবর্তমানে
তাইতো আমার প্রথম চুম্বন তোমার ঠোঁটের কোণে
এঁকে দিলুম প্রিয়তমা অতি সুগোপনে, এই মধুবনে।
জানি,একে একে  চলে যাবে সবই কালের অন্তরালে,
ভালবাসা মোর দিবে যে উঁকি,থেকে আড়ালে।