ভিক্ষা দাও মা, ভিক্ষা দাও
তোমার সন্তান তোমার দ্বারে উপনীত
নতজানু সে, করছে শির অবনত
জ্ঞানের আলোয় কর হে তাঁরে
মানব শিক্ষায় দীক্ষিত।
হোক সে প্রাণ, হোক সে প্রাণ
মানব সেবায় নিবেদিত।


ভিক্ষা দাও মা, ভিক্ষা দাও
বিশ্বমাঝে মনুষ্যত্ব হোক উন্মোচিত
না রহে কেহ দুর্বল, না রহে পীড়িত
হিংসা-কাম-ক্রোধ হয় যেন মৃত—
তব পদচ্ছায়ায় কুণ্ডলিনী হোক বিকশিত
শোকতাপ-দুঃখ-বেদনা মৃত্তিকায় লুপ্ত।
তোমার করুণা হতে করোনা তাঁরে বঞ্চিত।


ভিক্ষা দাও মা,ভিক্ষা দাও
দৃষ্টিহীন সন্তান তব,পাক সে শুভ দৃষ্টি
তোমার আশির্বাদে।
নব আলোকে পৃথ্বী মাঝে হোক নব সৃষ্টি
সর্বজনীন উন্নয়নে।
অসত্য ত্যাগী সত্যকে  রাখে যেন সে
সর্বসময় স্মরণে।


ভিক্ষা দাও মা,ভিক্ষা দাও
তোমার সেবায় রাখো তব সন্তানরে ব্রত
নিবিড় মাতৃনাড়ীসূত্র প্রেমবন্ধনে রেখো সংযুক্ত
জীবন তাঁর মঙ্গল হোক, মঙ্গল হোক
তোমার স্মৃতিচারণে।
নির্ভীক করো হে তাঁরে,নির্ভীক করো
সদা সত্য বরণে।


ভিক্ষা দাও মা, ভিক্ষা দাও
নিদ্রিত সুকমলচিত্তে,
পুষ্পিত করো হে তাঁরে,পুষ্পিত করো
অপরূপ নানাবর্ণে।
যা আছে লুকায়িত অন্তর মাঝে,করো মুক্ত
তব কৃপা বরষণে ।  
ভিক্ষা দাও মা, ভিক্ষা দাও
তব সন্তানে।