চাঁদের আলোর হাট বসেছে মোদের শয়নকক্ষে
জগৎ জুড়ে আছে যত ভালবাসা, ছুটিবে দু’টিবক্ষে।


সাজি শর্বরী, রঙীন আলোয় রঙ লাগে মনে
উচ্ছ্বসিত হৃদয় মোর মিলিবে পিয়ার সনে, গোপনে।


প্রেম স্পন্দনে কাঁপিছে অন্তর মোর থরথর
ভালবাসার  প্রথম লগ্নে বহিছে হাওয়া ঝরঝর।

জুঁই আর রজনীগন্ধা, হাতছানিতে ডাকে দোঁহে
মৌ আর আতরের আকৃষ্ট সুবাস চারিপাশ বহে।


গভীর রজনী, স্তব্ধ কোলাহল, তন্দ্রাহীন নয়ন
লোমশ বুকের মাঝে লোমহীন বক্ষের মিলন।


হাতে হাত, চরণে চরণ রাখি,অঙ্গ সঞ্চালন
হাসিছে শশী,সৌরভে মাতায় আনন্দ নিকেতন।


অনিমেষ আঁখি যেন মত্ত পুলক সন্ধানে
কী সুধা লুকায়িত তপ্ত তনুর ভাঁজে?


ভ্রমিছে অলি তারই তল্লাশে মেঘবরণ কেশে
তৃষাতুর হৃদয় মম, শান্তি খুঁজে পায় অবশেষে।

শ্বেতপদ্মরসাসিক্ত প্রণয় অভিলাষী হিয়া
মধুবনে প্রেমারসাস্বাদনে সহযোগিনী পিয়া।