বিষম জ্বালা সহ্যাতিরিক্ত
বুক ফেটে যায়, কালচে রক্ত
কোন কুলক্ষণে হল তিক্ত
পরিণয়। জীবন দুর্বিষহময়।


ভেবেছিলুম হবে দিল্লী কা লাড্ডু
ফুলের বদলে পাই এখন “সু”
রক্ত বিবর্ণময়, প্রাণ ভরে কালিমায়
বার বার ডাকে আমায়,
শুন্যতায়--------


কে জানিত হে? কে জানিত?
স্বর্ণপ্রাসাদ মোর হবে পদদলিত?
মোর গৃহে আমিই আজ বিতাড়িত
জীবন থাকতেও হই যে জীবন্মৃত!


শুন্য হৃদয় অতীত পানে চায়
নির্জনে বসে ভাবি, ভালবাসার
একি বাস্তব,কঠিন পরিচয়!
সরলতা হারায়, অসত্য কুহেলিকায়।


হায়রে হায়! অভাগার দিকে
কেহ না তাকায়! মুখ ফিরায়!
জীর্ণ পর্ণ, পাপড়ি শুকায়,
বেদনাকিলষ্ট জীবন,ঢাকে ভস্মতায়।
চাই না এ জীবন, এসো হে বিদায়।
পরপারে যেন  মিলি পরমত্মায়!!