আমি কি দেখেছি তাঁরে
বসে নিরালায়, নির্জনদ্বীপে
মনের মাঝে কে উঁকি মারে?
সুরবীণা ঝংকারে ঝংকারে
গাহে আপন সুরে,অন্তরে।।


নিত্য আসে, আরবার যায়
দূরে বহুদূরে অসীম সীমায়।
নিষ্পলক আঁখি উর্ধ্বপানে
চায়। কী যে দরশনে আপনে
লুকায়—সীমাহীন অন্তরীক্ষে
কী খোঁজে নিশব্দে নির্লিপ্তে-


নিষ্ফল হৃদয় আনন্দবিহীন
অন্তর মোর বলে ওঠে তখন
“কাঁদো তুমি,আরো কাঁদো মন”
না কাঁদলে মেলে কি মাতৃস্তন?
এ রীতি অতি পুরাতন,সনাতন।।


আর কত দিবস বাকী আছে
আলো আসবে আঁধার শেষে?
ময়ুরের পেখম দেখে মন কি
নাচবেনা, সবই হবে ফাঁকি।
কেন যে দৃশ্যমান চোরাবালি—
সে বিনা হৃদ মোর হল খালি।।


প্রেমঘন হিয়া ভরে বেদনায়
চোখ ভিজে যায় অশ্রুধারায়।
মায়াবী জগতে কতক লুকায়
কতক জাগে আপন মহিমায়-
কেউবা খেলে পাতায় পাতায়
কেউবা চাঁপা পড়ে পত্রতলায়
আবর্তে ঘোরে সে স্ব-খেলায়
স্ববেগে চলে সে জীবনধারায়।।