---------------------------------------------
আসরের কবি সোমালীর(নিরঝরা) ছোট সহোদরার অকাল প্রয়াণে,  আমার সমবেদনা,এই কবিতার পুষ্পার্ঘ্যে।


তিনি ছিলেন সন্তানসম্ভবা আর এক সপ্তাহ পরে পৃথিবীর নতুন আলো দেখত গর্ভের সন্তান, নব মানব।
--------------------------------------------


চলে গেলে সহোদরা
পড়ে আছি আমি একা
সোমালী(নিরঝরা)———


নির্বাক নিস্তবদ্ধ চারিদিক তিমিরাবৃত
নীরবে ঝরে পড়ে লাল লাল তাজা রক্ত
কন্ঠ ভাষাহীন রুক্ষ কঠিন
অন্ধকারে ঢেকে যায়  সুদূর নীলাভ দিগন্ত।
অসময়ে কেন অকস্মাৎ বিলীন ---
দূর ওই তারার দেশে,বিদেশিনী বেশে
গর্ভে তব সন্তান ছিল,নিলে তারেও অবশেষে
ত্যাজি মোদের সব আত্মীয়তা, চললে বিদেশে।


মহাকাল নিল তুলে গ্রাসে
মাত্র ছাব্বিশ বছর বয়সে---
নিষ্ঠুর তুমি হে বিধাতা!!
জীবন কেন আঁধারে গড়া? বলনা!!


মোর বড় আদরের ছোট বোন
জানি,কাঁদাবে তুমি সারাটি জীবন
ভালবাসার বন্ধনে—
যাব কোথা--ভেবে না পাই, তোমার সন্ধানে।
(তবুও) অশ্রুজলে করবনা আজ চির বিদায়
প্রাণছন্দের যবনিকা টানি,আত্মার শান্তি কামনায়।