ভুলে ভুলে ভুল করে চলি
সুপথের ডাঙা ছেড়ে অন্ধগলি
যে দিল জীবন দান--তাঁকেই ভুলি।
নিশির নেশায় মত্ত আমি
পথ ঢাকে তপ্ত চোরাবালি।


যৌবনের দাপাদাপিতে যাই মজে
মুখ ঢাকি ষোড়শীর চুনরীর তলে।
কী আছে ভাল,কীবা মন্দ সব ভুলে,
অমাবস্যার অন্ধকার নেয় যে গিলে
নিজসত্তাকে----
প্রাণ প্রদীপ যাবে নিভে ধুঁকে ধুঁকে--
কাল নাগিনীর বিষে--
মনবাঁদর,ভাঙল ঘর, রয়না যে বশে
আপন ভুলের দোষে।


কী যে চাই,কী বা পাই--
ভুলে ভুলে ভুলপথে ধাই।
পরকে আপন ভাবি, আপনারে পর
যে ভাঙে ঘর,তাকে নিয়েই সংসার।


ঘোলের ঘোরে ঘোল খাই,
পান্সী নৌকায় ভেল্কী নাচাই।
দেখতে দেখতে, বেলা গেল—সময় যে নাই,
মনের সুখে একবার বলনারে, গৌর নিতাই।