ঐন্দ্রয়িক সুখাচ্ছন্দের লোভে,কামনার ভোগে
ধুঁকিছে পৃথিবী এক স্বার্থান্বেষী সকামুক রোগে
ত্বরানিত ধ্বংসলীলা,পথে উলঙ্গায়িত ঊর্মিলা
শ্বাপদসংকুলে ধরিত্রী,সুগম্ভীর নাদে কম্পিলা।


গণিকার অঙ্গতলে বেহিসাবী জীবন যাপন
অভুক্ত হাঙরের লোলুপ্ত দৃষ্টি করে মানব হনন।
মদিরার নেশায় নিশি জাগরন, ভ্রাতার রক্তপান।
লাল-বিবর্ণ-ধূসর-তাম্র বরণ, ধরণীর আবরণ।
নীরবে বিচারের বানী নিভৃতে উচ্চনাদে ক্রন্দনরতা
নিশ্চল নিরুত্তর প্রতিকার প্রতিবাদহীন বসুমাতা!!


মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই এই বিষন্নতার
করি বন্ধন-মুক্তির এক সংঘবদ্ধ অংগীকার---
প্রতিষ্ঠা করিব সুন্দর সুশাসিত মানব সমাজ,
হউক সব শান্তিকামী মানুষের এই ব্রত আজ।

অনুচ্চারিত অব্যক্ত শব্দবন্দনীর এ আহবান
গাহিব নিঃশেষিত নিপীড়িতের মুক্তির গান
বিশ্বমাঝে করিব নির্মাণ, স্বাধীনতার সোপান
সুসম্মানিত হইবে গুনী-মহাজনের নিঃস্বার্থ দান।
পৃথ্বীতে বিলুপ্তি ঘটিবে মানুষ-মানুষে বিভাজন
যুগে যুগে রহিবে প্রবাহমান , শান্তির জয়গান।