একাকী নিরালে বসি,সাত সমুদ্র পাড়,
গগনে গরিষে মেঘ,নামিছে আঁধার,
নাহি দেখি আশার কিনারা,
কোথা নেই আলোর সন্ধান।
সন্ত্রস্ত জীবপক্ষীকূলসম:,কখনবা আসে প্লাবন
তবু ভুলিয়া থাকি,দেখিয়া মোর ছোট্ট সোনা।


সাজি সে আজি হলদে শাড়িতে,
যেন মুক্ত বিহঙ্গা, পুলকিত মন প্রাণোন্মদনা,
হেরিনু অংগনভরি, সদা কেবলই লুকোচুরি।
দুষ্টমির  ষোলআনা——
সারাদিন মাতৃক্রোড়ে,মত্ত সে দুগ্ধপানে,
জিজ্ঞাসিল মাতে,
কিবা দরকার সরস্বতীর মোর পুস্তকে,
বিনা পুস্তকে কেন তারে পারনা পূজিতে,
ব্যর্থ উত্তরিতে, ভাবে মা এ কী বিষম যাতনা!!
ক্ষণিক কাঁদে,ক্ষণিক হাসে,
কখনো বা অট্টহাস্যে খায় লুটোপুটি,
ভবিষ্য আনন্দে আহ্লাদিত ছোট্ট সোনার সংসারখানি।


(গত সরস্বতীর পূজার দিনে আমার ছোট্ট (2.5 yrs)মেয়ের হলুদ শাড়ি পড়া ও পূজাপলক্ষে তার আনন্দ বর্ণিত করার প্রয়াস করা হয়েছে কবিতাটিতে)।